ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বৃহস্পতিবার থেকে রোজা শুরু

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বাহরাইনে বৃহস্পতিবার থেকে রোজা শুরু

মানামা: বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের দরজায় কড়া নাড়ছে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান।

১৬ জুন মঙ্গলবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১৮ জুন) থেকে বাহরাইনে রোজা রাখবেন মুসলমানরা।



এছাড়া একই দিন থেকে সৌদি আরব, কুয়েত,  কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর, ইরাক, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ওমান, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র মাহে রমজান শুরু হবে।

সে হিসেবে বুধবার দিনগত রাতে সেহেরি খেয়ে পরবর্তী দিন রোজা রাখবেন মুসলিমরা।

সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে সেহেরি খাওয়ার মাধ্যমে শুক্রবার থেকে বাংলাদেশে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ‍ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ