ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে লিন্নাস ট্রাভেলস এন্ড কার্গোর পঞ্চম শাখার উদ্বোধন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বাহরাইনে লিন্নাস ট্রাভেলস এন্ড কার্গোর পঞ্চম শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন থেকে: বাহরাইনের জিদালিতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান লিন্নাস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লিন্নাস ট্রাভেলস এন্ড কার্গোর পঞ্চম শাখার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে স্থানীয় সময় ৩০ জুন এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।



লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মো. মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মহিদুল ইসলাম ও ইউনিভার্সিটি অফ বাহরাইনের  সহযোগী অধ্যাপক ডঃ মোহাম্মদ ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাঈদ, বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল আমান উল্লাহ মো. সালেহ, শেখ মো. আব্দুল হান্নান, গোলাম রাব্বানী, আলাউদ্দীন নূর, প্রকৌশলী জাহাঙ্গীর তরফদার, হামেদ কাজী হাসান, মো. সেলিম, ডা. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আক্তারুজ্জামান, মাজহারুল ইসলাম বাবু, প্রকৌশলী হুমায়ুন করির, জসিম উদ্দীন, গিয়াস উদ্দীন মিয়াজী, রাজু আহমেদ মিন্টু, খন্দকার নিজামুদ্দীন, মো. শাহজালাল, মাজহারুল হক নয়ন, তোফায়েল আহমেদ, দলিলুর রহমান, আইনুল হক, বশির আহমেদ, মো. মুজাহিদ, আরিফ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে লিন্নাসের শরীয়াহ বোর্ড, নির্বাহী বোর্ড ও পরিচালনা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারাসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫/আপডেট: ০২৫৫ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ