ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে মানামা মহানগর বিএনপির ইফতার

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বাহরাইনে মানামা মহানগর বিএনপির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মানামা মহানগর বিএনপি।

শুক্রবার (০৩ জুলাই) বাহরাইনের রাজধানী মানামার আল ওছরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মানামা মহানগর বিএনপির উপদেষ্টা শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নোর সঞ্চালনায় ও মো. মোকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ মো. আব্দুল হান্নান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন মানামা মহানগর বিএনপির প্রধান পৃষ্টপোষক হামেদ কাজী হাসান, বিএনপির পৃষ্টপোষক গোলাম রাব্বানী, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুবদল সভাপতি মন্জুরুল আলম মন্জু, সাধারণ সম্পাদক স্বপন সরকার, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, শ্রমিকদল সাধারণ সম্পাদক সোহেল সিরাজী, দেশনেত্রী পরিষদ সভাপতি মো. দেলোয়ার হোসেন ভুইয়া, বিএনপি প্রস্তাবিত সদস্য মো. সাঈদ, বাংলাদেশ সোসাইটি প্রতিনিধি মাজহারুল হক নয়ন, নবীনগর সমিতি সভাপতি আবুল বাশার, বিএনপি হামাদ টাউন শাখা সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি জরদাফ শাখা সভাপতি আবুল কাশেম, লিন্নাস গ্রুপ চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিএনপি বাব আল বাহরাইন সভাপতি শাহীন মঈসাল, বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক, মোশারফ হোসেন, খালেক শেখ, ঈমাম হোসেন, নুরুল হক, রফিকুল ইসলাম, আবু জাফর হাওলাদার, শাহ আলম তপু, আলাউদ্দীন আহমেদ প্রমুখ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম সম্প্রদায়ের জন্য সুখ-শান্তি, সুনাম কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫ 
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ