ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বাহরাইন: বাহরাইনের রাজধানী মানামায় সড়ক দুর্ঘটনায় মো. ইয়াকুব স্বপন (৩৭) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

নিহত ইয়াকুব স্বপন কুমিল্লার নাঙ্গলকোটের মানিকগঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে।



তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৭৮০২১৯০৬৬।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার (০৬ জুলাই) আনুমানিক সকাল ৬টার দিকে মোটরসাইকেলযোগে দৈনিক পত্রিকা সরবরাহের জন্য বের হন ইয়াকুব। এ সময় মানামা হাইওয়ের ফিনান্সিয়াল হারবাল টাওয়ারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইয়াকুবের মৃত্যু হয়।

নিহতের ভাই শাহজাহান বাংলানিউজকে জানান-পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ১৪ বছর আগে বাহরাইন আসেন ইয়াকুব। তার ৬ বছরের একটি মেয়ে ও এক বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ