ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বি. বাড়িয়া তিতাস ইউনিয়নের ইফতার

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বাহরাইনে বি. বাড়িয়া তিতাস ইউনিয়নের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন থেকে: বাহরাইনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দেশটির রাজধানী মানামার আল ওছরা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



তিতাস ইউনিয়নের সভাপতি মো. শাহজালালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান ও উপদেষ্টা মাজহারুল হক নয়নের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, লিন্নাস গ্রুপের এমডি মোবারক হোসেন,  চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, বাহরাইন বিএনপি সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর তরফদার, যুবলীগ সভাপতি এম এ করিম, শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন মুন্না, শ্রমিকলীগ সহ-সভাপতি মানিক হোসেন মিলু, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, শ্রমিকলীগ সাবেক সভাপতি শামসুল হক মেম্বার, বিল্লাল হোসেন, আবুল বাশার, সেলিম চৌধুরী প্রমুখ।

এছাড়া, এ ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
 
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসইউ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ