ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে যুবলীগের আলোচনা সভা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বাহরাইনে যুবলীগের আলোচনা সভা

বাহরাইন: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাহরাইনস্থ যুবলীগ।

শনিবার (২৯ আগষ্ট ) রাত ৯টায় মানামার ওরিয়েন্টাল হোটেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস সবুর ও যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ।

যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নুর, সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের, বি.বাড়ীয়া তিতাস ইউনিয়নের সভাপতি মোঃ শাহজালাল, বাংলাদেশ স্কুল পরিচালনা কমিটির সদস্য হামেদ কাজী হাছান ও আইনুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, আওয়ামী যুবলীগের সহসভাপতি এইচ এম রহমত উল্লাহ, আওয়ামী লীগের সহসভাপতি শামশুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সুজন, গোলাম কিবরিয়া, জিয়া উদ্দিন পাটোয়ারী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মুন্না, টাংগাইল প্রবাসী ফোরামের সভাপতি মানিক হোসেন মিলু, আওয়ামী লীগের অন্যতম নেতা মাজহারুল ইসলাম নয়ন, আওয়ামী যুবলীগের সহসভাপতি শরীফ শেরে বাংলা, মোহাম্মাদ জসিম, সাংগঠনিক সম্পাদক ইস্রাফীল আসিক, প্রচার সম্পাদক বেলায়েত মাতব্বর, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন নয়ন, জালাল উদ্দিন, মোহাঃ শরীফ, সাইদুর রহমান তুষার, রুহুল আমিন, মাহমুদ রুবেল, মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৫ আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ