ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বঙ্গবন্ধু পরিষদ মুহাররক শাখার অভিষেক

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বাহরাইনে বঙ্গবন্ধু পরিষদ মুহাররক শাখার অভিষেক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে বঙ্গবন্ধু পরিষদ মুহাররাক শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৯ জানুয়ারি) রাত ৮টায় বাহরাইনের হুরার আল আনারত ব্যাংকুয়েট হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

একই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভাও হয়।
 
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন ও মুহাররক শাখার সাধারণ সম্পাদক লিটন সরকারের যৌথ সঞ্চালনায় এবং বঙ্গবন্ধু পরিষদ মুহাররাক শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

এতে বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলু তালুকদার, দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ মুহাররাক শাখার উপদেষ্টা গিয়াস উদ্দীন, আবদুর রহমান, মো. বশির, আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি রোকন বাবু, আবুল কালাম, মো. মুকুল, মো. আমির, মো. এরশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক  সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক ইউছুপ মিয়া, সহ-প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা, ইয়াসিন মজুমদার, যোগাযোগ সম্পাদক শাহাদাত জামান, যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, শরিফুল ইসলাম, মনির সাগর, সাংগঠনিক সম্পাদক নাজির আহমেদ, আবদুল্লাহ আল মামুন, লিয়াকত শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বাহরাইন আওয়ামী লীগ, বাংলাদেশ সমাজ, শ্রমিক লীগ, যুবলীগ  ও বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ