ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে আ’লীগের আরও একটি আহবায়ক কমিটি

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বাহরাইনে আ’লীগের আরও একটি আহবায়ক কমিটি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বাহরাইনে আওয়ামী লীগের আরও একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

এ উপলক্ষে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শাহজালাল। তিনি বলেন, আওয়ামী লীগের অপর দু’টি কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত মুজিব আদর্শের নেতাদের অবমূল্যায়ন করার কারণে আমরা বাধ্য হয়ে এ কমিটি গঠন করছি।

অনুষ্ঠানে মো. শাহজালালকে আহ্বায়ক; রিয়াজুল ইসলাম, আবুল কালাম দরী, সামছুল হক মেম্বার, গোলাম কিবরিয়া খাঁন, মো. সবুজ, মানিক হাসান মিলু, সৈয়দ সফর আলী ও হাকিম মৃধাকে যুগ্ম-আহবায়ক এবং তোফাজ্জল হোসেন (মুন্না), মোহাম্মদ হোসেন, আউয়াল শিকদার, আলিম সরকার, শাহাজাহান, হাসান খান, নুরুল ইসলাম (নুর), জাহাঙ্গীর আলম, আসলাম শেখ, শাহীন আলম, সগীর আহমেদ, টুকু সরকার, রকিবুল হাসান বাবু, আবুল কালাম, আরিফ হোসেন, সেলিম, মুক্তার হোসেন ও আবু বক্করকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, গঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ