ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইন-ভারত বন্দি বিনিময় চুক্তি সই

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বাহরাইন-ভারত বন্দি বিনিময় চুক্তি সই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাহরাইনে গেলে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।



চুক্তিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্বাক্ষর করেন।

সৌদি আরব এবং ইরানের মতানৈক্যের মধ্যে ভারত এবং আরব লীগের অন্তর্ভুক্ত কোনো দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক এটি। বৈঠকে দু’দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক সহযোগিতা এবং দ্বিগুণ কর প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়।

এর আগে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তারা উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ