ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির একুশ উদযাপন

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বাহরাইনে আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির একুশ উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা: অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন  করেছে বাংলাদেশ বাহরাইন আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)  রাত ৮ টায় এ উপলক্ষ্যে গুদাইবিয়ার স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন আওয়ামী লীগের আহ্বায়ক মো. শাহজালাল ।



যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খান ও মানিক হাসান মিলুর যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, জালালাবাদ কমিউনিটি বাহরাইনের সভাপতি কয়েছ আহমেদ, জাতীয় শ্রমিকলীগ বাহরাইনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম,যুগ্ম আহবায়ক আবুল কালাম দরী, সামছুল হক মেম্বার, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জল হোসেন মুন্না,বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সবুজ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাসেম,শ্রমিক লীগ সাধারণের সম্পাদক আঃআলিম সরকার, বঙ্গবন্ধুপরিষদ সাধারণ সম্পাদক আব্দুল কাদের রিপন, শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আউয়াল শিকদার,মানামা মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. হোসেন,সাধারন সম্পাদক হাছান খান, সোহেল মাহমুদ, জাহাঙ্গীর আলম, নুরলইসলাম, আবুবক্কর, আবদুল্লা প্রমুখ ।

সভা শেষে দেশ,জাতি,মুসলিম উন্মাহর সমৃদ্ধি ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ