ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাংলাদেশ স্কুল-দূতাবাসের ফুটবল ম্যাচ বৃহস্পতিবার

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বাংলাদেশ স্কুল-দূতাবাসের ফুটবল ম্যাচ বৃহস্পতিবার

মানামা (বাহরাইন): বাহরাইনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে বাংলাদেশ স্কুল ও বাংলাদেশ দূতাবাসের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানী মানামার নিকটবতী জিদহাফস-তাহসান রোড়ের  আল শাবাব ক্লাব ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে ।

 

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রীতি ম্যাচটি সপরিবারে উপভোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে প্রবাসীদের  আহ্বান জানানো হয়েছে। দর্শনাথীদের জন্য খেলাটি উন্মুক্ত থাকবে।

এর আগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। তখন বাংলাদেশ স্কুলকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ দূতাবাস।

তবে এবার জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ স্কুল দল। জয়ের ব্যাপারে আগের মতো প্রত্যয়ী বাংলাদেশ দূতাবাস দলও।

 বাংলাদেশ সময়:০৫৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ