ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বৈশাখী মেলা ২২ও ২৩ এপ্রিল 

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
বাহরাইনে বৈশাখী মেলা ২২ও ২৩ এপ্রিল 

বাহরাইন: বাংলা নববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ এপ্রিল (শুক্র ও শনিবার) বাহরাইনে দুই দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় এবং বাংলাদেশ  স্কুলের আয়োজনে বাহরাইনের আ’আলীতে বাংলাদেশ স্কুলের নিজস্ব ভূমিতে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় হস্ত শিল্পজাত দ্রব্য, গার্মেন্টস, ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন ধরনের স্টল থাকবে। থাকছে প্রবাসীদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র’র ব্যবস্থা।  

প্রতিদিনি সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা মেলা চলবে।  

মেলায় স্টল বরাদ্দ ও প্রতিষ্ঠানের ব্যানার স্হাপনের জন্য ৩৩৮৭৭৪৯১, ৩৯৯১৪৪৩৯, ৩৩২৪৩৩৯২  নাম্বারে যোগাযোগ করার জন্য ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের অনুরোধ করা হয়েছে।  

বাংলাদেশ স্কুলের আর্থিক সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে প্রবাসীদের উপস্থিত থেকে মেলাকে সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ