ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বাহরাইনে বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা: পারস্য উপসাগরের দ্বীপ দেশ বাহরাইনে দুই দিনব্যাপী আবহমান বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

টানা কর্ম ক্লান্তি আর বিদেশ বিভূঁইয়ে পরিবার পরিজন ছাড়া একাকীত্ম ভুলতে অনেকেই ছুটে এসেছেন নাড়ির টানের ওই মেলায়।

অনেকে এসেছিলেন সপরিবারে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাহরাইনে দুই দিনব্যাপী  বৈশাখী মেলার আয়োজন করেন প্রবাসীরা। শনিবার (২৩ এপ্রিল) ছিলো মেলার শেষ দিন।

সকালে প্রচণ্ড গরম আর রোদের উত্তাপের কারণে লোক সমাগম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভিড় বাড়তে থাকে। তাদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

মেলায় উপস্থিত হন-বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, সচিব (শ্রম) মহিদুল ইসলাম,বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন, স্কুলের প্রিন্সিপাল আমান উল্লাহ মো. সালেহ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইনূল হক, কাজী হাসান, জয়নাল আবেদীন ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা।
 
এবারের মেলায় আয়োজকদের পক্ষ থেকে রাজনৈতিক ব্যানারে কোন সংঘঠনকে অংশগ্রহন করতে না দেয়ার কারনে কিছু সংঘঠন কাছাকাছি বা ভিন্ন ভিন্ন নামে মেলায় অংশগ্রহন করে ।

বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ স্কুল, বাহরাইন ফাইনান্স কোম্পানি (বিএফসি), ফাতিমা আলী সালমান আল আলাওয়ানী কনস্ট্রাকশন, মডার্ন এক্সচেঞ্জ, আলী ইউসুফ কনস্ট্রাকশন কোম্পানি, লিন্নাস গ্রুপ, তিতাস হসপিটাল, সামার প্যালেস ডেকোর, ন্যাশনাল ফাইনান্স অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি, ইব্রাহীম মুসা কনস্ট্রাকশন, কাউসার ফারুক শিকদার, সুরমান মিয়া, চিটাগাং বিজনেস কমিটি, আল মিনার গ্লাস, রয়েল গ্লাস, আইয়ুর রহমান আকাশ, মো. সফি উদ্দীন (সিআইপি), মো. শাহজাহান, বাবুল কালাম, কুমিল্লা জাহারা ফুড স্টাফ কোম্পানি, দুবাই রেস্টুরেন্ট, আইনূল হক, আবদুল্লা জসিম, আলাউদ্দীন নূর, আবু সাঈদ,বাংলাদেশ সমাজ, বাংলাদেশ সোসাইটি, ব্লু হোরাইজন, কসবা উন্নয়ন পরিষদ, বাংলাদেশ প্রবাসী ফোরাম, বৃহত্তর সিলেট সোসাইটি ও সমিতি (জসিম উদ্দীন), সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাসে আমরা’, ফাদেল টেইলার্স, বাহরাইনে আমরা একটি পরিবার, যুব ঐক্য সংগ্রাম, আয়েশা রেস্টুরেন্ট, আল হেলাল ট্রাভেলার্স কার্গো, জেঞ্জ এক্সচেঞ্জ, বি-বাড়ীয়া তিতাস ইউনিয়ন, তিন নদী পরিষদ, টাঙ্গাইল অ্যাসোসিয়েশন অব বাহরাইন, কায়ফান রেস্টুরেন্ট, নিউ কুমিল্লা রেস্টুরেন্ট, মায়ের দোয়া ট্রেডিং, টপ জিন্স, কোহিনূর  ট্রাভেলস, লিন্নাস ট্রাভেলার্স অ্যান্ড কার্গো, উত্তরখান মডেল টাউন,

প্রবাসী কেন্দ্রীয় নাগরিক ঐক্য, বাংলাদেশি দুরন্ত সেনা, বাংলাদেশি নবজাগরণ রিফা শাখা, বাংলাদেশি নওজোয়ান মোহাররাক শাখা, তারুণ্যের অহংকার যুবশক্তি, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, বি-বাড়ীয়া যুব উন্নয়ন সংগঠন, সাজবন ডকুমেন্ট ক্লিয়ারিং, ঢাকা অ্যাসোসিয়েশন, শরীয়তপুর প্রবাসী কল্যাণ পরিষদ, আল নুফ ফ্যাশন, ইব্রাহীম রেস্টুরেন্ট, মডার্ন কুমিল্লা রেস্টুরেন্ট, জেঞ্জ এক্সচেঞ্জ, মনির সুপার মার্কেট, কিউই ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট, যুব জাগরণ, চড়ুই ভাতি, বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ, অর্কিড বিলাস, তালিমূল কোরআন, আল মনোয়ারা কনস্ট্রাকশন, রুসিয়া কনস্ট্রাকশন, মেঘনা প্রবাসী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিসহ মোট ৮১ টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।

মেলায় হস্ত শিল্প, গার্মেন্টস, খাবার, শিশুদের খেলনা সামগ্রী ও লোকজ সামগ্রী প্রদর্শনীর আয়োজন ছিলো দৃষ্টিনন্দন। এ সময় গ্রাম বাংলার বিভিন্ন পিঠা-পায়েস ছাড়াও ফালুদা, লাচ্ছি, মিষ্টান্ন, ঝাল-মুড়ি দিয়ে মেলায় আগতদের আপ্যায়ন করা হয়।

মেলায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ স্কুলের শিক্ষাথী, সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাসে আমরা’, আল হেরা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

আলাউদ্দীন নূরের বাউল গান যেন প্রবাসীদের নিয়ে গিয়ে ছিলো নাড়ির সংস্পর্শে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ