ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শেখ জামালের জন্মদিনের আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বাহরাইনে শেখ জামালের জন্মদিনের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাহরাইন আওয়ামী যুবলীগ।

 

 
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টায় বাহরাইনে বাংলাদেশ সমাজ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহরাইন যুবলীগ সভাপতি মিজানুর রহমান।

বাহরাইন যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন- বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল, শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদার, আওয়ামী লীগ সহ-সভাপতি আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, শ্রমিকলীগ সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম জমাদার, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক লিয়াকত সিকদার, যুবলীগ মানামা মহানগর সহ-সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মুক্তার মুন্না, সাংগঠনিক সম্পাদক ফারুক মজুমদার, যুবলীগ রাস রোমান শাখার সাধারণ সম্পাদক শেখ সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ শাহাদাত হোসেন ও ক্বারি আবুল কাশেম পাটোয়ারী।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ