ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বৈশাখী মেলা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বাহরাইনে বৈশাখী মেলা  বাহরাইনে বৈশাখী মেলা

বাহরাইন: বাংলা নববর্ষ উপলক্ষে বাহরাইনে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

বাহর‍াইনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় এবং বাংলাদেশ  স্কুলের আয়োজনে আ’আলীতে এ মেলা অনুষ্ঠিত হবে।  ১৩ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।

মেলায় হস্তশিল্প, পোশাক ও ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন ধরনের স্টল থাকবে। থাকবে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র’র আয়োজন।

মেলায় স্টল বরাদ্দের জন্য ৩৩৮৭৭৪৯১, ৩৩৩৭৫৪৯৯, ৩৩২৪৩৩৯২ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরআর/এএ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ