ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের নিষেধাজ্ঞা, হচ্ছে মিডিয়া সেন্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের নিষেধাজ্ঞা, হচ্ছে মিডিয়া সেন্টার

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে সংবাদকর্মীরা আর ইচ্ছেমতো যাতায়াত করতে পারবেন না। তাদের জন্য মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে ব্যাংক।

যদিও গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি বিভাগে যাতায়াতে অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে।

বুধবার (২৩ মার্চ) থেকে সব বিভাগের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে দেশের ব্যাংকিং খাতের এই নিয়ন্ত্রক সংস্থার সব বিভাগেই সংবাদকর্মীদের যাতায়াতের সুযোগ ছিলো।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত থেকে অর্থ লোপাটের পর গভর্নর আতিউর রহমানের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরের অব্যাহতির পর পরিবর্তিত পরিস্থিতিতে সংবাদকর্মীদের উপস্থিতিও বেড়ে যায় কেন্দ্রীয় ব্যাংকে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বাংলানিউজকে বলেন, অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে।

আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেবো।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।

বাংলঅদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসই/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।