ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

টুঙ্গীপাড়ায় ন্যাশনাল ব্যাংকের বস্ত্র বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
টুঙ্গীপাড়ায় ন্যাশনাল ব্যাংকের বস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দারিদ্যদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গণভোজেরও আয়োজন করা হয়।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক শিকদার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখানে দ‍ারিদ্র্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
 
এ সময় শিকদার গ্রুপের লিসা ফাতেমা হক শিকদার, ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, শাহ সৈয়দ আবদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।