ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা এয়ার এশিয়ায় পাবেন বিশেষ সুবিধা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা এয়ার এশিয়ায় পাবেন বিশেষ সুবিধা

ঢাকা: এয়ার এশিয়ার উড়োজাহাজের টিকিট ও হলিডে প্যাকেজ নিতে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা পাবেন বিশেষ সুবিধা।

সম্প্রতি রাজধানী ঢাকায় এ সংক্রান্ত একটি জিপ (জিরো পার্সেন্ট ইন্সটলমেন্ট প্লান) চুক্তি স্বাক্ষর হয় দুই প্রতিষ্ঠানের মধ্যে।

ইস্টার্ন ব্যাংকের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং এয়ার এশিয়া জিএসএ-টোটাল এয়ার সার্ভিসের পরিচালক ও প্রধান নির্বাহী মোরশেদুল আলম চাকলাদার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এর ফলে ইবিএল কার্ডধারীরা এয়ার এশিয়ার উড়োজাহাজের টিকিট ও হলিডে প্যাকেজের মূল্য ৩ থেকে ১২টি সুদহীন মাসিক কিস্তিতে পরিশোধ করার সুবিধা পাবেন।

রোববার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।