ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এসবিএবি ব্যাংকের এমডির বিদায় সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসবিএবি ব্যাংকের এমডির বিদায় সংবর্ধনা এসবিএবি ব্যাংকের এমডির বিদায় সংবর্ধনা

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রফিকুল ইসলামের চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. গোলাম ফারুক।

এসময় বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসইভিপি মো. গোলাম নবী, এসইভিপি মো. মামুনুর রশিদ মোল্লা, এসইভিপি শফিউদ্দিন আহমেদ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।