ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

কাজে যোগ দিলেন আইডিআরএ চেয়ারম্যান শফিকুর  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
কাজে যোগ দিলেন আইডিআরএ চেয়ারম্যান শফিকুর  

ঢাকা: সরকারি ও বেসরকারি বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন সাবেক সচিব শফিকুররহমান পাটোয়ারী।

বুধবার (২৩ আগস্ট) নিয়ম অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগ দিয়েছেন। এরপর বিকেলে আইডিআরএ-এর অফিস পরিদর্শন করেন।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সাবেক এই সচিব বৃহস্পতিবার থেকে আইডিআরএ চেয়ারম্যান হিসেবে অফিস করবেন। বাংলানিউজকে আইডিআরএ-এর সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শফিকুর রহমান পাটোয়ারী সরকারের অর্থ মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার থেকে তিনি অফিস করবেন।

এর আগে ২২ আগস্ট শফিকুর রহমান পাটোয়ারীর নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

১৯৮২ সালে বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তা সচিব হিসেবে ২০১৫ সালের ৩১ আগস্ট  অবসরগ্রহণ করেন।  
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।