ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসবিএসি ব্যাংকের অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসবিএসি ব্যাংকের অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসবিএসি ব্যাংকের অনুদান

ঢাকা: বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

বুধবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের ৫০ লাখ টাকার চেক তুলে দেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন।

এসময়ে ব্যাংকের পরিচালক এ জেড এম শফিউদ্দিন উপস্থিত ছিলেন।


  
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে এ অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।