ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

কাজী খলিল মধুমতি ব্যাংকের নয়া ডিএমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
কাজী খলিল মধুমতি ব্যাংকের নয়া ডিএমডি কাজী আহসান খলিল

কাজী আহসান খলিল, সম্প্রতি মধুমতি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
 

এর আগে তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে ডিএমডি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী কাজী আহসান খলিল ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।



দীর্ঘ ২৯ বছরের ব্যাংকিং পেশায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ইতিবাচক মনোভাবসম্পন্ন এবং গ্রাহকভাবাপন্ন ব্যাংকার হিসেবে তিনি সুনাম কুড়িয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।