ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বোনাস-লভ্যাংশের অনুমোদন প্রাইম ব্যাংকের

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
বোনাস-লভ্যাংশের অনুমোদন প্রাইম ব্যাংকের সভায় অতিথিরা।

ঢাকা: ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস এবং ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার  (২৪ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারপারসন নাসিম আনোয়ার হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জিএম. খুরশীদ আলম, পরিচালক সালমা হক, সিরাজুল ইসলাম মোল্লা, এমপি শাহাদাত হোসেন, মাফিজ আহমেদ ভূঁইয়া, মুশতাক আহমেদ তানভীর (তিতাস), এম ফরহাদ হোসেন এফসিএ, সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।

অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।