ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

৩০ জুন টাঙ্গাইলের বাসাইলে ব্যাংক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
৩০ জুন টাঙ্গাইলের বাসাইলে ব্যাংক বন্ধ

ঢাকা: পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ জুন) টাঙ্গাইলের বাসাইলে ব্যাংক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাসাইল নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন, ২৫, ২০১৮
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।