ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

মুজিবনগরে ব্যাংক বন্ধ ১৭ এপ্রিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
মুজিবনগরে ব্যাংক বন্ধ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

ঢাকা: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল (বুধবার) মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন উপজেলার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে ঐতিহাসিক মুজিবনগর দিবসে ১৭ এপ্রিল মুজিবনগর উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর শাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।