ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

পুনঃনিয়োগ পেলেন ওয়ান ব্যাংকের এমডি ফখরুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
পুনঃনিয়োগ পেলেন ওয়ান ব্যাংকের এমডি ফখরুল

ঢাকা: পুনঃনিয়োগ পেয়েছেন ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফখরুল আলম।

বুধবার (৯ অক্টোবর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের এমডি এম ফখরুল আলম চলতি বছরের ৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে পুনঃদায়িত্ব পালন করবেন।

এম ফখরুল আলম ২০১৬ সালের ৮ অক্টোবর থেকে প্রথম ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান।

তিনি ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি ও বিনিয়োগ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এম ফখরুল আলম ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে আইএফআইসি ব্যাংক, ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসিজ) লিমিটেডসহ দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সুদীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে তিনি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট, ট্রেজারি ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

এম ফখরুল আলম দেশ-বিদেশে অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।