ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

দেশের ৬ স্থানে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
দেশের ৬ স্থানে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

ঢাকা: সিলেটের জৈন্তাপুর, দিনাজপুরের বিরল, কুড়িগ্রামের উলিপুর, নাটোর সদর, যশোরের বাঘারপাড়া ও ময়মনসিংহের ত্রিশালে এনআরবিসি ব্যাংক কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক  মোহাম্মদ ওলিউর রহমান।

ত্রিশাল উপশাখার উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

এছাড়া নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, ব্যাংকের কর্মকর্তারা, সম্মানিত গ্রাহকরা, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।