ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের বইমেলা শুরু বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের বইমেলা শুরু বৃহস্পতিবার

নেত্রকোনা: ‘পড়বো বই গড়বো দেশ, আঁধার হবে নিরুদ্দেশ’ - এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা- ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবির, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।  

বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া।  

এদিন সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় থাকবেন সায়িক সিদ্দিকী ও তার দল ঝংকার শিল্পীগোষ্ঠী।  

বইমেলার দ্বিতীয় দিনে (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় থাকছে কোয়ালিটি লারনার্স স্কুল উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। শেষ বা তৃতীয় দিনে (১৮ মার্চ) থাকছে আনন্দ বিদ্যানিকেতন জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতির মনোজ্ঞ লোকসংগীতের গানের আয়োজন।  

তিন দিনব্যাপী এই বইমেলায় আরও অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা উপস্থিত থেকে বইমেলাকে সাফল্যমণ্ডিত করবেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।