ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

এবারের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
এবারের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে ছবি: (ফাইল ফটো)

ঢাকা: এবছর অমর একুশে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে না হয়ে হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সোমবার রাতে বাংলা একাডেমির সহ-পরিচালক মুরশিদ উদ্দীন আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



এর আগে বিকেল তিনটায় বাংলা একাডেমিতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি, কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম, মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক এবং মেলা-সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

মুরশিদ উদ্দীন আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা হলেও মেলার উদ্বোধনী অনুষ্ঠান, মেলার মূল মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি চত্বরে এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টলও থাকবে তাতে।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ২০,২০১৪ আপডেট ২০৫৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।