ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

১০ম ‍দিনে মেলায় ৭৭ নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
১০ম ‍দিনে মেলায় ৭৭ নতুন বই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বই মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে প্রকাশিত হয়েছে ৭৭টি নতুন বই।

সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ বইগুলোর নাম ঘোষণা করেন।



প্রকাশিত বইগুলোর মধ্যে ১৩টি গল্প, ১৭টি উপন্যাস, দু’টি প্রবন্ধ, ১৭টি কবিতা, একটি গবেষণা, একটি ছড়া, দু’টি শিশুসাহিত্য, তিনটি জীবনী, দু’টি নাটক, তিনটি বিজ্ঞান বিষয়ক, একটি ভ্রমণ, একটি রাজনীতি, পাঁচটি রম্য/ধাঁধা, দু’টি ধর্মীয়, একটি অভিধান, অন্য বিষয়ের ছয়টি।

এর মধ্যে অন্য প্রকাশ থেকে হুমায়ূন আহমেদের গল্প ‘লীলাবতীর মৃত্যু’, নন্দিতা প্রকাশ থেকে তসলিমা নাসরিনের গল্প ‘কঠিনের কড়িকাঠে’, সিদ্দিকীয়া পাবলিকেশন্স থেকে রেজাউদ্দিন স্টালিনের কবিতা ‘হেরাক্লিটাসের নদী’, চারুলিপি প্রকাশন থেকে হায়াৎ মামুদের রূপকথা বিষয়ক বই ‘জাদুকরের ভেঁপু’, অনন্যা প্রকাশনী থেকে ফরিদুর রেজা সাগরের ‘সুতোয় বাঁধা পুতুল’, জিনিয়াস পাবলিকেশন্স থেকে এম. এ. মতিনের কবিতার বই ‘অর্পিত প্রেম’, কালি কলম প্রকাশনা আহসান হাবীবের গল্প পৃথিবীর বিখ্যাত লেখকদের (এক ডজন মুচকি হাসির গল্প), সময় প্রকাশন থেকে ধ্রুব এষের উপন্যাস ‘অন্ধকারে কয়েকটি জোনাকি’।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।