ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

জমজমাট মেলার প্রত্যাশা প্রকাশকদের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
জমজমাট মেলার প্রত্যাশা প্রকাশকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে যথারীতি বিকেল ৩টায় মেলার দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই প্রকাশক ও বিক্রেতারা তাদের স্টল সাজিয়ে বসেছেন।

বৈরী আবহাওয়ার কারণে রোববার যথাসময়ের আগেই মেলা বন্ধ হয়ে যাওয়ায় সোমবার জমজমাট একটি দিনের প্রত্যাশা করছেন প্রকাশকরা।

বিক্রেতারা জানান, খারাপ আবহাওয়ার কারণে গতকাল মেলায় পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি কম থাকায় বিক্রি খুবই কম ছিল। কিন্তু আজ আবহাওয়া ভালো থাকায় মেলা পাঠক-দর্শনার্থীদের সমাগমে মুখরিত হবে বলে আশা করছেন তারা।

ইত্যাদি গ্রন্থ প্রকাশের সত্ত্বাধিকারী আদিত্য অন্তর বাংলানিউজকে বলেন, সাধারণত ফেব্রুয়ারির ১৫ তারিখের পরে যেসব পাঠক-দর্শনার্থীরা মেলায় আসেন তারা মূলত বই কিনতেই আসেন। তাছাড়া এ সময় মেলায় পাঠক-দর্শনার্থীর সমাগমও থাকে তুলনামূলক বেশি। বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে মেলায় গতকাল পাঠক-দর্শনার্থীর সমাগম কম থাকলেও আশা করছি আজ মেলায় দর্শনার্থীদের সমাগম বৃদ্ধি পাবে এবং বিক্রিও ভালো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।