ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় তানিম কবিরের ‘ওই অর্থে’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
মেলায় তানিম কবিরের ‘ওই অর্থে’

মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও সাংবাদিক তানিম কবিরের কবিতাগ্রন্থ ‘ওই অর্থে’।

এর আগে ২০০৮ সালে ফেনী থেকে কবিতাপুস্তিকা ‘ধুলোঘূর্ণি’ ও ২০১১ সালে ‘কল্পিত স্মৃতির দিকে তাকিয়ে’ প্রকাশিত হলেও এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কবিতাগ্রন্থ।



বইটি প্রসঙ্গে লেখক তানিম কবির বাংলানিউজকে বলেন, গত এক দেড় বছরে লেখা কবিতাগুলো থেকে নির্বাচিত কিছু কবিতা নিয়েই এ বই।

কী ধরনের কবিতা বইতে সন্নিবেশিত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতার সম্পৃক্ততা ছাড়া সম্পূর্ণ কাল্পনিক কোনো কিছু নিয়ে আমি কবিতা লিখতে পারি না। যা ঘটে বা ঘটেছে, তাতে আরো যা যা ঘটতে পারতো সেইসব সম্ভাবনা ও আশঙ্কাকল্পনাকেই আমি আমার কবিতা বলে জানি।

বইটি সম্পর্কে শুদ্ধস্বর প্রকাশনীর প্রোডাকশন ইনচার্জ হাসনাত চৌধুরী বাংলানিউজকে বলেন, তানিম কবির একজন তরুণ প্রতিভাবান কবি। তার লেখার একটি নিজস্ব স্টাইল আছে। তার এ লেখায় বর্তমান সমাজের চিত্র ফুটে উঠেছে। আশাকরি বইটির কবিতাগুলো পাঠকদের ভালো লাগবে।

** বৈরী আবহাওয়া কাটিয়ে জমজমাট বইমেলা

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।