ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় দুই মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বইমেলায় দুই মন্ত্রী ছবি: জি এম মুজিবুর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখা মিললো দুই মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ওবায়দুল কাদেরের।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে শুরু হওয়া মাসব্যাপী একুশে বইমেলায় আসেন মুহিত।



এসময় সাংবাদিকরা তার অনুভূতি জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বইমেলা গুড ফর এভরিবডি। ’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, এবারের মেলায় আমার দ্বিতীয়বার আসা। এর আগেও একবার এসেছিলাম। এখানে হরতালের প্রভাব নেই। মেলার পরিধি বাড়ায় মানুষের ভিড়ও কমে গেছে।  

এর আগে বিকেলে মেলায় এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, হরতাল অবরোধ ছাড়িয়ে মেলা জমজমাট হয়ে উঠবে। চরাঞ্চলের মানুষের জীবন কাহিনী নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি। ‘গাংচিল’ নামের এই উপন্যাসটি প্রকাশ করেছে সময় প্রকাশন।

ওবায়দুল কাদের বলেন, আমি বই লিখতে পছন্দ করি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী রাত ১টায় ফোন দিয়ে আমার কাছে জানতে চাইলেন তুমি কোথায়। বললাম সংসদ ভবনে। এতো রাতে কি করো, আমি বললাম, বই লিখছি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

** বইমেলায় প্রযুক্তির ছোঁয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।