ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় এসেছে মিছিল খন্দকারের প্রথম কবিতার বই

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
মেলায় এসেছে মিছিল খন্দকারের প্রথম কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত হয়েছে মিছিল খন্দকারের প্রথম কবিতার বই ‘মেঘ সামান্য হাসো’। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ।



প্রথম বই প্রকাশের অনুভূতি কেমন, জানতে চাইলে কবি বলেন, মিশ্র অনুভূতি। ভালো মন্দ মিলিয়ে। যখন অপরিচিত কাউকে বই কিনতে দেখি খুবই ভালো লাগে। আবার খারাপ লাগাও আছে, যেমন বইটিতে দুটো বানান ভুল রয়ে গেছে—এ ব্যাপারে আমি বিরক্ত।

কী কী বানানে ভুল রয়ে গেল জানতে চাইলে মিছিল বলেন, বইয়ের দুইটি জায়গায় যথাক্রমে ‘গূঢ়’-কে ভুলবশত ‘গুঢ়’ আর ‘চিড়ে’-কে ‘চিরে’ লেখা হয়েছে।

লিখছেন অনেকদিন ধরে, ২০০৭ থেকে এ বছর পর্যন্ত লিখিত নির্বাচিত মোট ৬০টি কবিতা রাখা হয়েছে বইয়ে। সাড়ে ৪ ফর্মার এ বইটির কমিশন পরবর্তী মূল্য দাঁড়ায় ১০৫ টাকা।

সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহ্য-র স্টলে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণের লিটলম্যাগ চত্বরে ‘মেঘ’-এর স্টলে ‘মেঘ সামান্য হাসো’ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।