ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

১০ দিনে বাংলা একাডেমির বিক্রি ৩৬ লাখ টাকা

আসাদ জামান ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
১০ দিনে বাংলা একাডেমির বিক্রি ৩৬ লাখ টাকা ছবি : জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ এর প্রথম ১০ দিনে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বই বিক্রি হয়েছে ৩৫ লাখ ৭৮ হাজার ১শ’ ৪৫ টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি এ তথ্য জানায়।



এবছর ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যথাক্রমে ১ লাখ ২ হাজার ৮শ’ ৭০ টাকা, ৪ লাখ ৫৭ হাজার ০৮৯ টাকা, ৪ লাখ ৯৯ হাজার ৬২৬ টাকা, ২ লাখ ৫৪ হাজার ০০০ টাকা, ২ লাখ ০৬ হাজার ৩১২ টাকা, ৪ লাখ ০৫ হাজার টাকা, ৩ লাখ ৩৬ হাজার ১৩৯ টাকা, ৩ লাখ ৪১ হাজার ৮০৬ টাকা, ৫ লাখ ০৬ হাজার ৩৭২ টাকা এবং ৪ লাখ ৬৮ হাজার ৯৩১ টাকার বই বিক্রি হয়েছে।

বই বিক্রি সম্পর্কে জানতে চাইলে বাংলা একাডেমির বিক্রয়কর্মী আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, বিক্রিত বইয়ের বেশির ভাগই বাংলা থেকে প্রকাশিত ইংরেজি ও বিবর্তনমূলক অভিধান।

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের মোট বিক্রির পরিমাণ ছিল ১ কোটি ১৮ লাখ ০৯হ্জার ১শ’ ৭৬.২০ টাকা এবং ২০১৩ সালে ৭১ লাখ ২৬ হাজার ৫শ’ ৮১.৫০ টাকা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।