ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

খুলনায় বইমেলায় ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
খুলনায় বইমেলায় ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা নগরীরর বয়রায় বইমেলার গেটের সামনে ককটেল একটি বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় সেখানে দায়িত্বরত দুই পুলিশ সদস্য আহত হয়েছে।



এরা হলেন-কনস্টেবল শিমুল ও নায়েক দিলীপ। বর্তমানে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বয়রার পাবলিক লাইব্রেরির সামনে মাসব্যাপী আয়োজিত বইমেলার গেটের সামনে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনার পর আশপাশে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। নাশকতাকারীদের ধরতে পুলিশ অভিযান চলছে।


বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।