ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

‘বাংলাদেশে নৌকা’ বইয়ের মোড়ক উন্মোচন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
‘বাংলাদেশে নৌকা’ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: বিশিষ্ট আলোক চিত্রশিল্পী এম এ তাহেরের ‘বাংলাদেশে নৌকা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান-১-এর ২৪ নং সড়কের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।



যৌথভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, বিশিষ্ট শিল্পী সাহাবুদ্দিন আহমেদ এবং গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির উপদেষ্টা নাসির এ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারতীয় হাই কমিশনের রাজনৈতিক ও তথ্য কাউন্সিলর সুজিত ঘোষ।

মোড়ক উন্মোচনের সহ আয়োজক ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।