ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় সাত বছর বয়সী অলীনের গল্পগ্রন্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বইমেলায় সাত বছর বয়সী অলীনের গল্পগ্রন্থ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একদিকে ফাগুনের আগুন, অন্যদিকে শিশুদের আনন্দ উৎসব। এ নিয়েই বইমেলার শুক্রবারের শিশু প্রহর।

এর মাঝে বাড়তি পাওনা খুদে লেখকের বই। সবচেয়ে কম বয়সী লেখক হিসেবে বইমেলায় এদিন এসেছে সাত বছরের অলীন বাসারের গল্পগ্রন্থ ‘অন্ধকারে ভূতের ছায়া’।

আর খুদে লেখকদের উৎসাহ দিতে মেলায় এসেছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং বিশিষ্ট সাহিত্যিক আনিসুল হক।

বাংলা একডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচনের পর এই দুজনই অলীনকে উৎসাহ দিলেন, উৎসাহ দিলেন খুদে সাহিত্যিকদের।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট লেখক আনিসুল হক খুদে লেখকদের উৎসাহ দিয়ে বলেন, এই বইয়ের গল্পে গতি আছে। ছোট লেখক অলীনের মধ্যে জ্যোতি দেখা যাচ্ছে। ছোট ছোট গল্পগুলো সহজ ভাষায় সুন্দরভাবে লিখেছে অলীন।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, অলীনের গল্পগুলো খুব ভালো হয়েছে। ওকে দেখে অন্যরাও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে অলীনের বাবা সাংবাদিক রফিকুল বাসার ও মা নাজনীন আক্তার জানালেন ছেলে গল্প পড়তে ও শুনতে ভালোবাসে। আর পড়তে ও শুনতে শুনতেই লেখা শুরু অলীন বাসারের।

খুদে লেখক অলীন বাসারের ‘অন্ধকারে ভূতের ছায়া’ প্রকাশ করেছে সাঁকোবাড়ি প্রকাশন। দাম ১০০ টাকা। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন অনন্য বাসার। বইটিতে ১৭টি গল্প রয়েছে।

বাংলাদেশ সময় : ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।