ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

আলিম-উজ-জামানের ‘জোছনার মেয়ে বৃষ্টির বোন’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
আলিম-উজ-জামানের ‘জোছনার মেয়ে বৃষ্টির বোন’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় রোদেলা প্রকাশনী থেকে বেরিয়েছে কাজী আলিম-উজ-জামানের কবিতার বই ‘জোছনার মেয়ে বৃষ্টির বোন’।

বইটি সম্পর্কে জানতে চাইলে কবি বলেন, এটি আমার প্রথম কবিতার বই।

বইটিতে মোট ৪৫টি কবিতা আছে। বিভিন্ন সময় এগুলো জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকী ও বিভিন্ন সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি আশা করি, কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।

তিনি জানান বইটি পড়ে উচ্ছ্বসিত হয়ে কবি আসাদ চৌধুরীর মন্তব্য, ‘পরাবাস্তব ভাবনা আমাদের মরমী গীতি কবিদের কল্যাণে এবং অনুবাদের মাধ্যমে আমাদের কাছে অপরিচিত নয়। ভালো লাগছে আব্দুল মান্নান সৈয়দ, আবুল হাসান আর আবিদ আজাদের পর আমাদের বর্ণমালায় নতুন করে এ স্বাদ পাচ্ছি’।

জোছনার মেয়ে বৃষ্টির বোন-এর প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে রোদেলা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।