ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় মোস্তফা হামেদীর ‘মেঘ ও ভবঘুরে খরগোশ’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
মেলায় মোস্তফা হামেদীর ‘মেঘ ও ভবঘুরে খরগোশ’

ঢাকা: চলতি একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি মোস্তফা হামেদীর প্রথম কাব্যগ্রন্থ ‘মেঘ ও ভবঘুরে খরগোশ’।

বইটি প্রকাশ করেছে ‘কা বুকস’ ও প্রচ্ছদ করেছেন সঞ্জীব পুরোহিত।

‘মেঘ ও ভবঘুরে খরগোশ’ পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন চত্বরের দাঁড়কাক ও বনপাংশুল স্টলে।
 
প্রচল কাব্যভাষা ও রুচির তোয়াক্কা রাখেন না কবি, মোস্তফা হামেদীর কবিতাপাঠে সেই উপলব্ধির মুখোমুখি হবেন পাঠকমাত্রই। ইউরোপীয় আধুনিকতাবাদের বাইরে যাবার প্রয়াস তার কবিতায় সুস্পষ্ট। বিমূর্ততায় আত্মলীন মগ্নতা কবির অনিষ্ট নয়। ব্যঙ্গ-বিদ্রুপ, ক্ষোভ-অসন্তোষ সমেত জীবনকে উদযাপনই করতে চেয়েছেন তিনি।

কোনো আড়াল তৈরি করে রঙিন কাঁচের ভেতর দিয়ে কিছু দেখতে বা দেখাতে তার বড়ই অনীহা। কখনো কখনো তার উচ্চারণ প্রতি-কবিতার কথা স্মরণ করিয়ে দেয় আমাদের। তবু সেই কণ্ঠস্বর তেমন উচ্চকিত নয়। সব মিলিয়ে এক বিশেষ কবিব্যক্তিত্ব পাঠকের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। যেন তাই আমাদের টেনে নিয়ে চলে পঙক্তির সীমানা পেরিয়ে ভাবনার নতুন পৃষ্ঠায়।

মোস্তফা হামেদীর জন্ম চাঁদপুর জেলায়, ১৯৮৫ সালের ২৭ আগস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। পেশাজীবনে প্রভাষক, সরকারি মুজিব কলেজ, নোয়াখালী।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।