ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

প্রবাসী কবির ‘স্তব্ধতার অনুবাদ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
প্রবাসী কবির ‘স্তব্ধতার অনুবাদ’

ঢাকা: প্রাণের একুশে বইমেলা ভুলে প্রবাসে থাকতে ইচ্ছে করে না ফাগুন এলে। তাইতো প্রতিবছর দেশের মাটির গন্ধ নেওয়া, আর একুশ স্মরণ করতেই দেশে ফেরেন অনেক প্রবাসী কবি-লেখক।

 

স্বদেশের মাটির টানে ফিরে আসা কবিদের একজন স্বপন দেলওয়ার।

প্রাণের টানে সুইডেন থেকে স্বদেশে ছুটে এসেছেন তিনি। ভ্রমণ সাহিত্য আর প্রেমের কবিতা এনছেন এবারের বইমেলায়। এবার তার বই ভ্রমণ কাহিনী ‘উত্তর সাগর তীরে’ আর কাব্যগ্রন্থ ‘স্তব্ধতার অনুবাদ’ মেলায় এসেছে।

স্বপন দেলওয়ার বলেন, ভ্রমণ কাহিনীতে পাঠকের সাড়া মিলেছে ভালো। কবিতার বইও বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা ঢাকার বইমেলায় অংশ নেওয়া। দেশের মাটির গন্ধ গায়ে মেখে আবার প্রবাসে ফেরা।

বই দু’টির প্রচ্ছদ করেছেন উত্তম সেন। আর পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের গতি প্রকাশনীতে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।