ঢাকা: বিজ্ঞান লেখক ও ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে অমর একুশে গ্রন্থমেলায় ১০ মিনিট অবস্থান ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশকেরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত তারা এ অবস্থান ধর্মঘট করবেন।
এই ১০ মিনিট প্রকাশকরা তাদের স্টলের পর্দা নামিয়ে বেচাবিক্রি বন্ধ রেখে অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবেন।
সেই সঙ্গে তারা হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবির সঙ্গে একাত্মতা তুলে ধরবেন।
undefined
প্রকাশকেরা নিজেদের মধ্যে সমন্বয় করে এ অবস্থান ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
এ কর্মসূচির ডাক যে সব প্রকাশক দিয়েছেন, তাদের অন্যতম ‘শুদ্ধস্বর’-এর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল বাংলানিউজকে বলেন, এ কর্মসূচির বিষয়ে মেলায় অংশ নেওয়া কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা হয়েছে। জাগৃতি’র ফয়সাল আরেফিন দীপন, শ্রাবণের রবীন আহসানসহ আরো কয়েকজন প্রকাশক কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।
সব প্রকাশক এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫