ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

খুলনায় শেষ হলো একুশে বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
খুলনায় শেষ হলো একুশে বইমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শেষ হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বয়রা সরকারি গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।



এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল হক খান।

তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সর্ম্পকে জানতে বাংলা সাহিত্যে চর্চা বাড়াতে হবে। বাংলা ভাষাকে সমুন্নত করতে নিঃসন্দেহে এ ধরণের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি নতুন প্রজন্মকে বেশি করে বই পড়ায় উৎসাহিত করতে সংশ্লি¬ষ্টদের প্রতি আহবান জানান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আহমেদ। স্বাগত বক্তৃতা দেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক হরেন্দ্রনাথ বসু।

পরে সভাপতি মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা স্টল মালিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়ঃ ১৯৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।