ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মাহবুবুল হক শাকিলের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মাহবুবুল হক শাকিলের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কবি মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’র মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হবে।



অন্বেষা প্রকাশনের মো. শাহাদাত জানান, নতুন এ বইটিতে রয়েছে ৯২টি মৌলিক কবিতা।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সংসদ সদস্য ডা. দীপু মনি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবু ভট্টাচার্য প্রমুখ।

এর আগে গত বছর অর্থাৎ ২০১৫ সালে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘খেরোখাতার পাতা থেকে’।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আইএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।