ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

এক সপ্তাহের চিত্র

বিক্রি কমেছে বাংলা একাডেমির বইয়ের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বিক্রি কমেছে বাংলা একাডেমির বইয়ের ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: গত বছরের প্রথম সপ্তাহে অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির যে পরিমাণ বই বিক্রি হয়েছে এবার অনেকটাই কমেছে। টাকার অংকে এ ব্যবধান সাড়ে ৫ লাখ টাকার বেশি।



সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, গত বছর প্রথম সাতদিনে বাংলা একাডেমির ২২ লাখ ৬১ হাজার ৪১৮ টাকার বই বিক্রি হয়েছে। এবার প্রথম সপ্তাহে একাডেমির নিজস্ব বই বিক্রি হয়েছে ১৭ লাখ ৫ হাজার ৭৯ টাকার বই।

তিনি বলেন, প্রথম সাতদিনের বিশ্লেষণে গত বছরের তুলনায় এবার আমাদের বইয়ের বিক্রির পরিমাণ কিছুটা কম।

মেলার বাকি দিনগুলোতে বিক্রি বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।