ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বই মেলায় সাড়া ফেলেছে মানিকের ‘খবরের ফেরিওয়ালা’

গ্রন্থমেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বই মেলায় সাড়া ফেলেছে মানিকের ‘খবরের ফেরিওয়ালা’

একুশে গ্রন্থমেলা থেকে: বইমেলায় এসেছে সংবাদ, সঙ্গীত ও সাহিত্যকর্মী আমিরুল মোমেনীন মানিকের নতুন বই 'খবরের ফেরিওয়ালা' । টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতা সামনে রেখে গল্পের ঢঙে এখানে রিপোর্টিং ও নিউজ প্রেজেন্টেশনের কলাকৌশল তুলে ধরা হয়েছে ।



বইটি প্রকাশ করেছে সেভেন্টিওয়ান টেলিমিডিয়া। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের ২১, ২২ ও ২৩ নম্বর স্টলে।

বইয়ে সাফল্য স্পর্শ করার জন্য দেওয়া হয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা। এ কারণে যারা টেলিভিশনের সেলুলয়েড পর্দায় কাজ করতে চান তাদের জন্য 'খবরের ফেরিওয়ালা' প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে ।

বই প্রসঙ্গে লেখক বলেন, টেলিভিশনের প্রসঙ্গ-অনুষঙ্গ নিয়ে অনেক বই রয়েছে ৷ কিন্তু অধিকাংশ বই তথ্যের ভারে জটিল ৷ এক্ষেত্রে খবরের ফেরিওয়ালা ব্যতিক্রম ৷ একদম সহজ করে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে টেলিভিশনের ভেতরের অজানা কর্মতৎপরতা ৷

বাংলাদেম সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।