ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় শুক্রবার এলো সর্বাধিক বই

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
মেলায় শুক্রবার এলো সর্বাধিক বই ছবি: দীপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: ১২তম দিনে এসে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গ্রন্থমেলায় এলো সর্বাধিক বই।

বাংলা একাডেমি বলছে, তাদের কাছে এদিন বই প্রকাশের তালিকা এসেছে ২৮০টি।

যার ৮৩টিই কবিতা। এনিয়ে মেলার ১২ দিনে মোট বই সংখ্যা দাঁড়ালো ১৩শ ৯৩টিতে।

বাংলা একাডেমির উপপরিচালক কামাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, ২০১৬ সালের মেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বই এলো আজ শুক্রবার। গত শুক্রবারও (০৫ ফেব্রুয়ারি) এতো বই আসেনি। আশা করছি আগামীতে আরও বই আসবে, আজকের রেকর্ড ভাঙবে।

তথ্যকেন্দ্র থেকে জানা যায়, শুক্রবার সবচেয়ে বেশি বইয়ের মোড়কও উন্মোচিত হয়েছে। যার সংখ্যা প্রায় ২৫’র মতো। এছাড়া অন্য যে কোনো দিনের চেয়ে এদিন লোক সমাগম সবচেয়ে বেশি বলেও জানায় কর্তৃপক্ষ।

মেলার ১২তম দিন উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে, অনিন্দ্য থেকে মোহিত কামালের কিশোর উপন্যাস ‘দুখু’, রহীম শাহ’র ‘আকডুম ছড়া বাগডুম ছড়া’, সুকুমার বড়ুয়ার ছড়া ‘এমন যদি হতো’, মনি হায়দারের বঙ্গবন্ধু ও রাসেলের গল্প, সেলিনা হোসেনের শিশুতোষ উপন্যাস ‘রাসেলের জন্য অপেক্ষা’।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আইএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।