ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বাতিঘর এনেছে ভাগ্যধন বড়ুয়ার দ্বিতীয় কবিতার বই

বইমেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বাতিঘর এনেছে ভাগ্যধন বড়ুয়ার দ্বিতীয় কবিতার বই

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ভাগ্যধন বড়ুয়ার দ্বিতীয় কবিতার বই ‘নদীর নিজস্ব ঘ্রাণ’। বইটি মেলায় এনেছে চট্টগ্রামের বিখ্যাত বইয়ের দোকান বাতিঘরের সদ্য প্রতিষ্ঠিত মুদ্রণ বিভাগ।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ১৬৯ নম্বর বাতিঘর প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।
 
বইটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নদীর নিজস্ব ঘ্রাণ বইয়ে চেনা-অচেনা নদীর কথা, চলমান জীবনের কথা, মনোরাজ্যের ক্রিয়া-প্রতিক্রিয়ার বয়ান, একান্ত অনুভবে দেখা জীবনযাপন, স্মৃতি-বিস্মৃতির আবেশ, পুরাণের নবতর বিন্যাস, বৃক্ষমায়া, পাহাড়ের সবুজ ডাক আর দেখা জগতের আনন্দ-বেদনার কথা লিপিবদ্ধ রয়েছে।
 
এর আগে, ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘অপর পৃষ্ঠার বৃত্তান্ত’। ঢাকার পাঠসূত্র প্রকাশনী বইটি প্রকাশ করে।
 
নতুন প্রকাশিত ৬৪ পৃষ্ঠার নদীর নিজস্ব ঘ্রাণ-এর বিনিময় মূল্য ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন শাহীনুর রহমান।

কবি জানান, বইটির বেশিরভাগ কবিতা গত দুই বছরে লেখা। আর, বইমেলাতেই বইপ্রকাশ কেন, জানতে চাইলে ভাগ্যধন বড়ুয়া বলেন, বইমেলায় কম সময়ে বেশি পাঠকের কাছে পৌঁছানো যায়, তাই।

নদীর নিজস্ব ঘ্রাণসহ বইমেলার যেকোনো বই ঘরে বসে পেতে ভিজিট করুন www.rokomari.com অথবা ডায়াল করুন 16297 নম্বরে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
টিকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।