ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মৌলভীবাজারে বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্টেন্ড | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মৌলভীবাজারে বইমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারে শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এম সাইফুর রহমান অডিটরিয়ামে মেলার উদ্বোধন করা হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের  প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।

চার দিনের এ মেলায় ২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।