ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

৪ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বি চৌধুরী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
৪ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বি চৌধুরী অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এই ৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন  করেন তিনি।



প্রথমে ফাতেমা চৌধুরী মুই রচিত ‘না জানা মায়ের মুখ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। ব‌ইটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স।

পরে তিনি আজমিরি বেগম ছন্দার লেখা ও আবিষ্কার প্রকাশনী থেকে প্রকাশিত ‘বর্ণময় বর্ণিল বুনন’ এবং মাহফুজ মেহেদীর ২টি ছড়ার বই ‘ডিজিটাল ছড়া’ এবং ‘ভাইসব’র মোড়ক উন্মোচন করেন।

এই দু’টি ছড়ার বই প্রকাশ করেছে কালজয়ী প্রকাশন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।